ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার চাপায় নিহত
রিপোর্টারঃ মোঃ মুমিনুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে প্রাইভেট কার চাপায় রুবিনা আক্তার (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক আজহার জাফর শাহকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।
পরে উপস্থিত লোকজন পেছনে ধাওয়া করে নীলক্ষেত এলাকায় তাকে থামায়। গাড়ির নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রুবিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply