পিঠা উৎসবে শিক্ষার্থীদের উচ্ছাসে মুখরিত অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
ডেক্স রিপোর্ট
২৫ শে জানুয়ারী ২০২৩
মাঘের শুরুতে অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, অনুষ্ঠিত হলো আবহমান বাংলার সংস্কৃতি পিঠা উৎসব। উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের নিয়ে এক মিলন মেলায় পরিনত হয়।
অত্যন্ত পরিপাটি ও চমৎকার আয়োজনে রকমারি পিঠার সমাহারে এবারের উৎসব সকাল থেকেই ব্যাপক উপস্থিতির ইংগিত দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেওয়া ভোজন রসিক ও সংস্কৃতি প্রেমিক মানুষের কল কাকলিতে উৎসবস্থল মুখরিত হয়ে ওঠে।
বিদ্যালয়ে নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গোকুল পিঠা, ইলিশ পিঠা, চুটকি পিঠা, মুঠি পিঠা, জামদানি পিঠা, হাড়ি পিঠা, চাপড়ি পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ আরও কত নাম! সেই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
প্রধান অতিথি,
থানা শিক্ষা অফিসার ধানমন্ডি ঢাকা
আবু সায়েম মোঃ তৌহিদুল ইসলাম
বিশেষ অতিথি
প্রধান শিক্ষক মনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্বপ্ন পারভীন
সভাপতি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা ফোরাম
মোঃ হালিম সরকার হিমেল
সাংবাদিক
রুবেল খান
সভাপতি
চেয়ারম্যান,অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
মোঃ ইমাম হোসেন হিমেল
প্রিন্সিপাল
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
মোঃ ফিরুজ আলম
সহকারী, প্রিন্সিপাল অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
ফরিদা আক্তার
আরো উপস্থিত ছিলেন
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক।
Leave a Reply