লিভিয়া থেকে ইতালি, মানব পাচারকারীর মূল হোতা, রাকিক ওরফে উজ্জ্বল ঢালি।
রিপোর্টারঃ আশিক খান
সে একজন মানব পাচারকারী,মাফিয়া দলের সক্রিয় সদস্য। সেই সাথে তার পরিবারও জড়িত,তার বাবা সহ দুই (২) ভাই
মাফিয়া মোঃ রাকিব ওরফে উজ্জ্বলের ঠিকানা। মোঃ রাকিব ওরফে উজ্জ্বল, পিতা মোঃ আজহারুল ঢালি,গ্রাম -চরহোগলা,থানা – সখিপুর, জেলা- শরিয়াতপুর
বাংলাদেশ তার বাবা,ও তার দুই (২) ভাই টাকা পয়সা নিয়ে থাকেন ও মানুষের সাথে যোগাযোগ করেন, লিবিয়া বসে সকল দিকনির্দেশনা দেন, মাফিয়া, মানব পাচারকারী মোঃ রাকিব ওরফে উজ্জ্বল ঢালি।
তারা পরস্পর যোগসাজসে ভালো কাজের প্রলোভন ও উন্নত জীবনযাপন করার স্বপ্ন দেখিয়ে সহজ সরল মানুষদেরকে অবৈধভাবে বিদেশ নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ আদায় করে থাকেন।
বাংলাদেশ থেকে লিবিয়া, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া, তুর্কী লোক পাঠায়, এই কথা বলে বাংলাদেশ থেকে সহজ সরল মানুষদেরকে লিবিয়াতে এনে,মরুভূমিতে ভিতরে আটকে রেখে মারধর করে, মেরে ফেলার হুমকি দিয়ে,মুক্তিপণ টাকা আদায় করে থাকেন।
লিবিয়াতে তার বিরুদ্ধে,মানব পাচারকারী,ও মাদকদ্রব্য বেশ কয়েকটি মামলা ,রয়েছে এবং অনেক বাঙালির অভিযোগ আছে,মাফিয়া মোঃ রাকিব ওরফে উজ্জ্বলের বিরুদ্ধে।
বাংলাদেশে ও তার বিরুদ্ধে কয়েকটি থানায় মানব পাচারকারী মামলা রয়েছে।
Leave a Reply